লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলার পুরুষ্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরএ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

ফাইনাল খেলায় সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন ও শাকচর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে ৪-৫ গোলে হাজিরপাড়া ইউনিয়ন জয়লাভ করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী দল সহ অন্যান্য চ্যাম্পিয়দের মাঝে পুরুষ্কার তুলে দেন। এর আগে গত ১৮ মে এই টুর্নামেন্ট শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান, সচিব, খেলোয়াড়সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, ক্রীড়া সংস্থার লোকজনও উপস্থিত ছিলেন।