মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি:
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামানের শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী আরমান, আমজাদ হোসেন মানিক,আবদুল্লাহ আল নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ রাজু, রবিউল মজুমদার, ফয়সাল মাহমুদ ফাহাদ, সাংগঠনিক সম্পাদক আবু জাহের রাহি সহ সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম বলেন, ‘স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনা মেনে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। আগামী দিনে আরো বেশি শক্তিশালী ও সুসংগঠিত হতে সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।’ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব বলেন, ‘মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ। মেধা-মননশীলতার মাধ্যমে যেকোনো অপশক্তিকে প্রতিহত করতে ছাত্রলীগ নেতাকর্মীরা বদ্ধপরিকর। উপজেলা ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে স্থানীয় সরকারমন্ত্রীর পদাঙ্ক অনুসরণের আহবান জানান তিনি।’
করোনাকালীন দীর্ঘবিরতির পর সাংগঠনিক কার্যক্রম পুনরায় গতিশীল করার লক্ষ্যে আগামী কয়েকদিনের মধ্যে ধারাবাহিক ভাবে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব। সভায় মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও ১১টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।