আলো ডেস্ক:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শেখ কামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রগঞ্জ ক্লাবের সভাপতি মোশাররফ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর -২ রায়পুর আসনের সাংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।

চন্দ্রগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল আহাম্মেদ তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম আলাউদ্দিন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ জোবায়েদ আলী, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এড. জসীম উদ্দিন, লক্ষ্মীপুর জেলা সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভুঁইয়া আজাদ, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসানুল করিম রিপন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সামছু উদ্দিন সাজু, লক্ষ্মীপুুর জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেল্লাল, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদ নবী সোহেল, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চন্দ্রগঞ্জ ক্লাবের আয়োজন উক্ত টুর্ণামেন্ট পরিচালনা কমিটি আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। এই টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ করে।

ফাইনাল ম্যাচে স্থানীয় আমানীলক্ষ্মীপুর একাদশকে টাইব্রেকারে ২-৩ গোলে হারিয়ে পাঁচপাড়া শেখ রাসেল স্মৃতি সংসদ বিজয় লাভ করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।