জেলার খবর, রাজধানী, লক্ষ্মীপুর | তারিখঃ August 7th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 5192 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
ধানমন্ডির-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। শনিবার (০৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্বাঞ্জলি নিবেদনের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটির কার্যক্রম শুরু হয়।
নবগঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার নিমন্ত্রণে শ্রদ্ধাঞ্জলির সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটোওয়ারী, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা এডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট শেখ জামান রিপনসহ প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- নবগঠিত কমিটির সহ-সভাপতি জাহিদ আদনান, জাহিদ হাসান শুভ, ফাহাদ বিন কামাল মাহি, ফয়সাল হাওলাদার, রিয়াজ হোসেন, রাকিব হোসেন, সেবাব নেওয়াজ, মুনীর মাহমুদ নোবেল, এমরান হোসেন রানা, তৌসিফ মাহমুদ জাহিদ, আজিজুল হক রোমান, ফাহিম ফয়সাল মার্শা, মাহতীর মোহাম্মদ, আব্দুল হামিদ ফাহাদ, আব্দুল্লাহ আল-মামুন জয়েল, মেহদী হাসান মঞ্জু, সাজ্জাদুর রহমান প্রীতম, নজরুল ইসলাম বাপ্পী, অপু চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শুভ পাটোয়ারী, আবু তালেব, সজীব মীর, শাহ আহসান আহমেদ রোমেল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবিন ভুঁইয়া, মুন্না তালুকদার, মো. শাহীন আলম ও হাসিবুল হাসান শান্ত।
এছাড়াও এ জেলার সাবেক ছাত্রলীগের দুই নেতা নূর এ আলম ও পারভেজ হোসেন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হলেন।
উল্লেখ্য: রোববার (৩১ জুলাই) রাতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সাইফুল ইসলাম রকিকে সভাপতি ও শাহাদাৎ হোসেন ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়।
Leave a Reply