লক্ষ্মীপুর প্রতিনিধি: 
লক্ষ্মীপুরে এক কৃষকের প্রায় দেড় একর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে। জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে নেতাকর্মীরা কৃষক শহিদ উল্যা ব্যাপারীর ক্ষেতের ধান কেটে দেন। 

মঙ্গলবার (২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকায় এ ধান কাটা হয়। 
এতে উপস্থিত ছিলেন- জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, সদর থানা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাশেম আহমেদ রুপম, সদস্য সচিব রেজাউল করিম রিয়ান, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হারুনসহ আরো অনেকে।  

স্থানীয়রা জানায়, তীব্র গরম ও শ্রমিক সংকটের কারণে শহিদ উল্যা ব্যাপারীর ক্ষেতের পাকা ধান কাটতে পারছিলেন না। এনিয়ে অধিকাংশ কৃষকের মাঝে দুশ্চিন্তা রয়েছে। খবর পেয়ে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের নির্দেশনা বাস্তবায়নে জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদক দুইজনে নেতাকর্মীদের নিয়ে শহিদ উল্যা ব্যাপারীর ক্ষেতের ধান কেটে দেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়েই সেই ধান মাড়ি করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। 

কৃষক শহিদ উল্যা ব্যাপারী জানান, প্রচণ্ড রোদে শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না। যারা কাজ করবে বলে তারা বেশি পারিশ্রমিক চাচ্ছে। বেশি পারিশ্রমিক দিয়ে ধান কাটাতে গেলে লাভের মুখ দেখা অসম্ভব হয়ে পড়বে। কয়েকদিন আগেই ধান কাটার কথা ছিল। কিন্তু কাটা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন বিষয়টি সেচ্ছাসেবক লীগ নেতা বেলালকে জানায়। পরে বেলাল এসে নেতাকর্মীদের নিয়ে ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। 

সেচ্ছাসেবক লীগ নেতা বেলায়েত হোসেন বেলাল বলেন, নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী নির্দেশনা রয়েছে অসহায় কৃষকদের ধান কেটে মাড়াই করে দেওয়ার জন্য। সে জন্য কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাই নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। তাদের এ আহ্বান বাস্তবায়নে সারাদেশে নেতাকর্মীরা কাজ শুরু করে দিয়েছেন। বোরো মৌসুমের ফসল ঘরে তোলা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে সেচ্ছাসেবক লীগ।