মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লাঃ
কুমিল্লার মনোহরগঞ্জে কার্প মিশ্র চাষীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মনোহরগঞ্জ উপজেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন। শনিবার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম, ইউডিএ-ইউজিডিপি মোহাম্মদ এমরান হোসেন।
মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ২ দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৪০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন।
পরবর্তী ব্যাচে আরও ৪০ জন মৎস্য চাষীকে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান।