লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী) চন্দ্রগঞ্জ গনমিলনায়তনে সন্ধ্যা ৭টায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী মো. মোস্তাফা কাজল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সহকারী নির্বাচন কমিশনার বাবু শান্তি রঞ্জন পাল ও মো. আলী হোসেন।
ঘোষিত তফসিলে আগামী ১৮ জানুয়ারী বেলা ১১টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২০ জানুয়ারী বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
খসড়া ভোটার তালিকার আপত্তি গ্রহণ, শুনানী ও নিষ্পত্তি, ২২ জানুয়ারী বিকাল ৩টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৩ জানুয়ারী দুপুর ১২টা-৪টা মনোনয়নপত্র বিলি, ২৪ জানুয়ারী দুপুর ১২টা- ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, ২৫ জানুয়ারী দুপুর ১২টা-৪টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, প্রতিক বরাদ্দ ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, ২৭ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার বিকাল ৪টায়, ২৮ জানুয়ারী চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ বিকেল ৪টায়, প্রার্থীদের পরিচিতি সভা ৪ ফ্রেব্রুয়ারী বিকেল ৩টায় এবং ১১ ফ্রেব্রুয়ারী শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।