লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন কর্মস্থলে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দেন। এসময় তাকে কলেজ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক আরিফুল ইসলাম, ফাতেমা আক্তার, মিজানুর রহমান, ফখরুল ইসলাম, ইমরোজ হোসেন, আরিফুল ইসলাম, মেরিনা সুলতানা, মোহাম্মদ আছাদল হক, মো. ইউসুফ, আবু শাহাদাৎ মোহাম্মদ দিদারুল আলম সজল, মুহাম্মদ মোস্তফা ফারুক, আবদুল কাদের ও প্রধান সহকারী মুহাম্মদ শাহেদ আজগর।

প্রফেসর ইউসুফ এরআগে লক্ষ্মীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদের শেখ রাসেল সড়ক এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি রামগঞ্জ উপজেলার সন্তান।

এ ব্যাপারে অধ্যক্ষ খন্দকার ইউসুফ হোসেন বলেন, অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। শিক্ষকসহ কলেজের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবো।