জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ May 29th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 8378 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পরীক্ষায় অংশ নিতে না পারার ক্ষোভে মুরাদ হোসেন নামে এক ছাত্র শিক্ষক হেলাল উদ্দিনকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মে) দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর আসাদ একাডেমির সামনে এ ঘটনা ঘটে। ২০১৭ সালে এসএসসি পরীক্ষা বসতে না পারার ক্ষোভ থেকে ৫ বছর পর প্রতিশোধ নিতেই এ হামলা করেছে প্রাক্তন মুরাদ।
আহত হেলাল টুমচর আসাদ একাডেমির ভৌত বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার লকিয়ত উল্যার ছেলে। অভিযুক্ত মুরাদ টুমনচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের আবুল কাশেমেরে ছেলে ও প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র।
আহত শিক্ষক ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মুরাদ ২০১৭ সালে এসএসসিতে অংশগ্রহণ করতে পারেনি। তখন দায়িত্বরত অধ্যক্ষ তাকে সুযোগ দেয়নি। সে ক্ষোভ থেকেই বিদ্যালয়ের প্রবেশমুখে মুরাদসহ ৬-৭ জন যুবক শিক্ষক হেলালের মোটরসাইকেলের গতিরোধ করেন। এসময় মোটরসাইকেলের থামানোর কারণ জানতে চাইলে তারা শিক্ষকের ওপর হামলা করে। এসময় লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মেরে আহত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে অন্য শিক্ষকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শিক্ষক হেলাল উদ্দিন বলেন, আজ তোকে পাইছি বলে মুরাদসহ কয়েকজন আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। মুরাদকে ছাড়া অন্যদেরকে আমি চিনি না। আমার মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়েছে।
টুমচর আসাদ একাডেমী অধ্যক্ষ ফারজানা নুর জানান, ঘটনাটি দুঃখজনক। সকল শিক্ষকদের নিয়ে বসে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে থানায় কেউ অভিযোগ করেনি। ভূক্তভোগীকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply