জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ March 17th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6086 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উদযাপন করেছে যুবলীগ। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কোরআন খতম, সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে লক্ষ্মীপুরের লুধুয়া এলাকায় এসব কর্মসূচি পালন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।
এসময় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, বাঙালি জাতির কাছে প্রিয় নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি চেতনাময়ী
নেতা বঙ্গবন্ধুর আজ ১০২ তম জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
তিনি আরও বলেন, সারাজীবন এ দেশের মাটি ও মানুষের অধিকার আদায় ও কল্যাণের জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪টি বছর পাকিস্তানি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দি থেকেছেন। বহু বার ফাঁসির মঞ্চে মৃত্যুর মুখোমুখি হয়েছেন তিনি। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকার আদায়ের প্রশ্নে কখনো মাথা নত করেননি বাংলার এ মৃত্যুঞ্জয়ী নেতা।
Leave a Reply