খেলাধুলা | তারিখঃ July 10th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1365 বার
বিজয়ের আলো ডেস্ক :
কোপা আমেরিকার ফাইনালে রোববার সকালে বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামছে দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। এই হাইভোল্টেজ ম্যাচে প্রাণ ফিরবে মারাকানার গ্যালারিতে। দু’দলের লড়াই দেখার সুযোগ পাচ্ছেন কিছু সংখ্যক দর্শক। এমনটাই জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবল।
ম্যাচটিতে কিছু সংখ্যক দর্শক থাকবে। যদিও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হয়েছিল দর্শকহীন। ব্রাজিলের করোনা পরিস্থিতি বিবেচনায় ফাইনালেও তাই হওয়ার কথা ছিল। কিন্তু দু’দলের ভক্তদের কথা চিন্তা করে পরে কিছু সংখ্যক দর্শক রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে টিকেটগুলো বিক্রির জন্য নয়।
দুই দলের ২ হাজার ২০০ মানুষ ম্যাচটি দেখার সুযোগ পাবেন। সবগুলোও সৌজন্য টিকেট। ব্রাজিলে থাকা আর্জেন্টিনা কনস্যুলেট এই টিকেটগুলো পাবে এবং রিও দে জেনেইরোতে থাকা আর্জেন্টাইনরা এই টিকেটগুলো পাবে।
তবে তাদেরকে মারাকানায় প্রবেশ করতে কোভিড-১৯-এর পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।
গ্রুপ পর্বের শীর্ষ দল হিসেবেই নকআউট পর্বে উঠেছে ব্রাজিল-আর্জেন্টিনা। একই সঙ্গে টুর্নামেন্টে এখনো হারের তেতো স্বাদ পায়নি দুদলই। সুত্র: বিডি প্রতিদিন
Leave a Reply