লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে রোববার রাতে ঝড়ে প্রায় দেড় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। এ ছাড়া ঝড়ে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে ও ট্রান্সফরমার বিকল হয়ে রাত থেকে বন্ধ রয়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে। ক্ষতিগ্রস্থ বাড়িঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে।
স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সদস্যরা জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর,রায়পুর,রামগতি,রামগঞ্জ ও কমলনগর উপজেলার উপজেলার ওপর দিয়ে আকস্মিক ঝড় বয়ে যায়। দেড় মিনিট স্থায়ী হয় সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। অনেকেই রাতে খোলা অকাশের নিছে রাত কাটাতে হয়েছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আখন্দ জানান,ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। পরবর্তীতে জানানোসহ ক্ষতিগ্রস্থদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।