বিজয়ের আলো ডেক্স:
দেশে বেড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব। বিষধর এ সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষাক্ত বলে বিশেষজ্ঞরা বলে থাকেন। এর মধ্যে সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে রাসেলস ভাইপার মনে করে আতঙ্কে প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপকে পিটিয়ে মেরেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার পলাশ ইউনিয়নে আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় এক জেলে বলেন, আমি প্রতিদিন হাওরে জাল ফেলে মাছ ধরি। রবিবার ভোরে হাওরে মাছ ধরতে জাল ফেলি। জাল তুলার সময় ওজনে ভারী হওয়ায় সন্দেহ সৃষ্টি হয়। পরে দেখি একটি সাপ জালে ধরা পড়েছে। স্থানীয় লোকজন সাপটি দেখে পিঠিয়ে মারেন। এটি রাসেল ভাইপার সাপ সন্দেহে মারা হয়েছে। এদিকে স্থানীয় এক কন্টেন্ট ক্রিয়েটর এ সাপটি রাসেল ভাইপার হিসেবে আখ্যায়িত করে লাইভ করেন। তার লাইভে জনমনে আতংক সৃষ্টি হয়। সচেতন মহল বলছেন,সাপটি অজগর না রাসেল ভাইপার আগে এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত গুজব ছড়ানো দ-নীয় অপরাধ। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক জানান, আলীপাড়া এলাকায় যে সাপটি মারা হয়েছে এটি অজগর সাপ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেল ভাইপার বানিয়ে আতংক ছড়ানো হচ্ছে। সবাইকে আতংক না হওয়ার আহবান জানান তিনি। এ বিষয়ে সুনামগঞ্জ সহকারী বন সংরক্ষণ মোহাম্মদ নাজমুল আলম গণমাধ্যমকে বলেন, পিটিয়ে মারা সাপটি অজগর । এটি রাসেল ভাইপার না। কেউ যাতে এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ায় সেদিকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

অরুন চক্রবর্তী
সুনামগঞ্জ