চট্টগ্রাম বিভাগ, জেলার খবর, স্বাস্থ্য ও চিকিৎসা | তারিখঃ July 1st, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 966 বার
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লকডাউন বাস্তবায়নে লক্ষ্মীপুরে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান। বুধবার বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ অভিযান চালানো হয়।
লকডাউন না মেনে মাইক্রোবাসে করে যাত্রী পারাপার, সড়কে গাড়ি চলাচল করা ও মাস্ক না পরে সড়কে ঘুরাফিরা করার অপরাধে ২৪ জনকে ২৬হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
এর আগে একই অভিযোগে সদর,রামগতি, কমলনগর, রামগঞ্জ ও রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৩২ ব্যাক্তিকে ৩০হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এসব অভিযানে প্রায় ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন স্ব-স্ব উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন,মুকবুল আহমদ ও মনিজা খাতুন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় দোকান খোলা রাখা ও মুখে মাস্ক না পরার অপরাধে এ অর্থদন্ড করা হয়।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, প্রতিটি উপজেলায় নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে হাট-বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা সরকারী নির্দেশনা মানবেনা,তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশও দেন তিনি।
Leave a Reply