চট্টগ্রাম বিভাগ, জেলার খবর, স্বাস্থ্য ও চিকিৎসা | তারিখঃ May 5th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1155 বার
সালমা হক, নোয়াখালী :
করোনায় আক্রান্ত রোগীদের প্রয়োজনে অক্সিজেন সেবা দেয়ার উদ্দেশ্যে নোয়াখালী পৌরসভার মেয়রের উদ্যোগে অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে।
বুধবার সকালে নোয়াখালী পৌরসভার নিজস্ব ভবনে প্রাথমিকভাবে নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লা খান সোহেল তার নিজস্ব অর্থায়নে ১৫ টি অক্সিজেন দিয়ে এ অক্সিজেন ব্যাংক চালু করেন। ব্যক্তিগত তহবিল থেকে তিনি এর ব্যয়ভার গ্রহন করবেন বলে জানান।
মেয়র জানান, পৌরসভার অক্সিজেন ব্যাংক থেকে যে কোনো রোগী এ সেবা নিতে পারবেন। অক্সিজেনের অভাবে যাতে করে কোনো রোগীর মৃত্যু না হয় এ জন্যই তার এ উদ্যোগ। করোনার সংক্রমণ যতদিন থাকবে পৌরসভা থেকে এ সেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
একই সময় পৌরসভার দরিদ্রশ্রেণীর মানুষের প্রধানমন্ত্রীর প্রেরিত আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। পৌর এলাকার প্রান্তিক জনগোষ্ঠির মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
Leave a Reply