লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বৃদ্ধা মাকে ঘর থেকে জোর করে বের করে দিয়েছে প্রবাসী ছেলের বউ নার্গিস পারভীন। ভুক্তভোগী বৃদ্ধা আনোয়ারা বেগমের ঠাঁই হয়েছে ঘরের দরজায়। এ নিয়ে এলাকায় বেশ আলোচনা তৈরি হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বসুদুহিতা গ্রামের সিংহের বাড়িতে এ ঘটনা ঘটে। বৃদ্ধা আনোয়ারা বেগম ঐ বাড়ির মৃত আবুল খায়েরের স্ত্রী।
জানা যায়, আনোয়ারা বেগমের বড় ছেলে প্রবাসী আবদুর রব ২০২১সালে ৮ লাখ টাকার অন্দরে ৪লাখ টাকার বায়না চুক্তির বিনিময়ে তার বসতঘরটি মেঝো ছেলে প্রবাসী বেলাল হোসেনের কাছে বিক্রি করে দেয়। বাকি টাকা পরিশোধের পর রেজিষ্ট্রি হওয়ার কথা ছিলো। কিন্তু কয়েক মাস যাওয়ার পর আবদুর রব বসত ঘরটি বিক্রি করবে না বলে জানিয়ে দেয় এবং ৪লাখ টাকা ফেরত দিবে বলে জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এদিকে ঘরটি কিনে মেরামত সহ সৌন্দর্য বর্ধনের কাজ করেন বেলালের স্ত্রী নিপু আক্তার। সে ঘরে বেলালের স্ত্রী ও মা আনোয়ারা বেগম বসবাস করে আসছে। গত রবিবার (১৬জুলাই) সকালে বহিরাগত লোকজন নিয়ে এসে আবদুর রবের স্ত্রী নার্গিস পারভীন বৃদ্ধা আনোয়ারা বেগমকে জোর করে ঘর থেকে বের করে দিয়ে ঐ ঘর দখলে নেয়। বর্তমানে মানবেতর জীবন যাপন করছে মা আনোয়ারা বেগম।
অভিযোগ করে প্রবাসী বেলালের স্ত্রী নিপু আক্তার বলেন, আমরা টাকা দিয়ে ঘর কিনে উল্টো হয়রানির শিকার হচ্ছি। বহিরাগত লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলা করছে। এদিকে ঘরে থাকা আমার শাশুড়িকে জোর করে বের করে দিয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।
একই বাড়ির মেহেদী আলম বলেন, আবদুর রব ঘরটি বেলালের কাছে ৮লাখ টাকায় বিক্রি করেছে। ৪লাখ টাকা দিয়েছে। বাকি ৪লাখ টাকা না দেওয়ায় বিরোধ তৈরি হয়।
অভিযোগের বিষয়ে নার্গিস পারভীনের সাথে যোগাযোগ করার চেষ্টার করলে তিনি কথা বলতে রাজি হয় নি।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ তৌহিদুর ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানান নেই। তবে ভুক্তভোগিরা অভিযোগ করলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।