লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষ্মিন চরবংশি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেটে ছুরিকাঘাতে রাসেল হোসেন (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০জন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। শাহজালাল রাহুল দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) নজরুল ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটেছে। নজরুল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে রাহুল ও নজরুলের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এইসময রাসেল নামে চরকাছিয়া গ্রামের মনির হোসেন ভূট্টুর ছেলে নিহত হয়েছেন । নিহত রাছেল ইউপি সদস্য নজরুল ইসলামের ভাতিজা। এই সময় উভয় পক্ষের ১০জন আহত হয় । তাদের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে । তাদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে রাহুল ও নজরুলের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় রাছেল নামে এক শিশু নিহত হয়,ঘটনার স্থলে আতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।