বিজয়ের আলো ডেস্ক:
হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে বিশালাকৃতির মৃত তিমি
জেলা প্রতিনিধি:কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে বিশালাকৃতির মৃত একটি তিমি। শুক্রবার দুপুরে মৃত তিমিটি দেখতে পায় স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জোয়ারের পানি নেমে গেলে সৈকত তীরে মৃত তিমিটি দৃশ্যমান হয়। তিমির মুখের দিকের অংশ পচে গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে কোন কারণে মৃত্যুর পর সাগরে ভাসতে ভাসতে এটি কক্সবাজার উপকূলে চলে এসেছে।

খবর পেয়ে জেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, প্রাণী সম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। মৃত তিমি কী করা হবে তারা সে বিষয়ে চিন্তা ভাবনা করছেন। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে, মৃত তিমিটি ৪৪ ফুট দীর্ঘ এবং ২৬ ফুট প্রস্থ। বাংলাদেশের জলসীমায় এত বিশালাকার তিমির দেখা মেলে না।

এদিকে সৈকত তীরে বিশাল তিমি ভেসে আসার খবরে দেখতে ভিড় করছে সাধারণ লোকজন। অনেকে তিমির পাশে ছবিও তুলছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ এর নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল বিকালে ঘটনাস্থলে পৌঁছে মৃত তিমিটি পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি তিমি হিসেবে চিহ্নিত করা হয়েছে।তিনি বলেন- বিশাল এই তিমি সৈকত থেকে সরিয়ে নিয়ে গর্তে পুঁতে ফেলাও সময় সাপেক্ষ ব্যাপার।

সুত্র,,,দৈনিক বাংলাদেশের আলো