জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ January 26th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 10062 বার
লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৪ টি ও রামগঞ্জের ৯ টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যনরা শপথ গ্রহণ করেছেন। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ২৩ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।
এদিকে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে রামগঞ্জে ১০টি ইউনিয়নে ভোট হয়। এরমধ্যে ইছাপুর ইউনিয়নে ভোটের দিন কেন্দ্রের বাইরে সহিংসতায় ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সজিব ও যুবলীগ কর্মী মাসুদ আলম মারা যাওয়ায় থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা। সাজ্জাদ হত্যা মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সহ-সভাপতি আমির হোসেন খানকে আসামি করা হয়। নিহত সাজ্জাদ নৌকার প্রার্থী শাহনাজ বেগম ও মাসুদ বিজয়ী চেয়ারম্যান আমির হোসেন খানের কর্মী ছিলেন। এতে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নামে গেজেট প্রকাশ হয়নি।
অন্যদিকে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার ১৫ ইউনিয়নে ভোট হয়। এমরধ্যে দিঘলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ইসমাইল হোসেন ১৪ জানুয়ারি স্ট্রোক করে মারা যান। এতে ইউনিয়নটিতে চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। এ ইউনিয়নে বিজয়ী সদস্য প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন।
জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা।
সদরের ভবানীগঞ্জ ইউপির সাইফুল হাসান রনি, উত্তর জয়পুরে মিজানুর রহমান মিজান, চরশাহীতে জাহাঙ্গীর আলম রাজু, শাকচরে মাহফুজুর রহমান মাস্টার, চররমনী মোহনে আবু ইউছুফ ছৈয়াল, টুমচরে সৈয়দ নুরুল আমিন লোলা, দত্তপাড়ায় এটিএম কামাল উদ্দিন, উত্তর হামছাদীতে নজরুল ইসলাম, হাজিরপাড়ায় সামছুল ইসলাম বাবুল পাটওয়ারী, মান্দারীতে সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, চন্দ্রগঞ্জে নুরুল আমিন, বশিকপুরে মাহফুজুর রহমান, পার্বতীনগরে ওয়াহিদুর রহমান ও কুশাখালিতে সালাউদ্দিন মানিক চেয়ারম্যান হিসেবে শপথ বাক্য পাঠ করেন।
রামগঞ্জের কাঞ্চনপুর ইউপিতে নাসির উদ্দিন, নোয়াগাঁওতে মোহাম্মদ সোহেল পাটওয়ারী, ভাদুর ইউপিতে জাবেদ হোসেন, দরবেশপুরে মিজানুর রহমান, চন্ডিপুরে শামছুল ইসলাম সুমন, লামচরে ফয়েজ উল্যাহ জিসান পাটওয়ারী, করপাড়ায় জাহিদ মির্জা, ভোলাকোটে দেলোয়ার হোসেন দিলু ও ভাটরায় শামছুল আলম বুলবুল শপথ গ্রহণ করেন।
Leave a Reply