লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করার পাশাপাশি লোডশেডিং সমস্যা নিরসনের লক্ষ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া এলাকায় লক্ষ্মীপুর ১৩২/৩৩ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্রটির ল্যান্ড ডেভেলপমেন্ট কাজের উদ্বোধন হয়। লিবার্টি গ্রুপের একটি প্রতিষ্ঠান মিথিলা ইঞ্জিনিয়ারিংয়ের হয়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন স্থানীয় ঠিকাদার ও যুবলীগ নেতা তাফাজ্জাল হোসেন টিটু চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে লিবার্টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপারের পক্ষে প্রধান অতিথি ছিলেন- চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম, শাকচর ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন টিটু চৌধুরী, চন্দ্রগঞ্জ ১৪ দলীয় ঐক্য জোটের আহ্বায়ক ছাবির আহমেদ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, জয়নাল আবেদীন, যুবলীগ নেতা মিজান পাটওয়ারী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া-মোনাজাতের পর দুই ট্রাক বালু ফেলে কাজের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, ৮ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুরে বিদ্যুতের এই উপকেন্দ্র স্থাপনে কাজ শুরু করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। চায়না কোম্পানি সিএনইসি’র লোকাল এজেন্ট হিসেবে লিবার্টি গ্রুপের মিথিলা ইঞ্জিনিয়ারিং এ কাজটি করছে। আগামী দুই বছরের মধ্যে পুরো প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে।