বিজয়ের আলোর ডেস্ক: কর্মস্পৃহা ও কর্মশৃঙ্খলা বাড়ানোর লক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভার ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে বিধি মোতাবেক নির্ধারিত ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে পৌরসভা কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক জসিম উদ্দিন। পৌরসভার পরিচ্ছন্নতা, মেরামত, পানি সরবরাহ ও সহায়ক সেবা–সম্পর্কিত বিভিন্ন বিভাগের মোট ৫০ জন কর্মচারীর হাতে এই পোশাক তুলে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক জসিম উদ্দিন বলেন, “মাঠপর্যায়ে যারা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিকসেবা নিশ্চিত করেন, তাদের কাজকে সম্মান জানাতেই এ উদ্যোগ। নিয়মিত ইউনিফর্ম পেলে কর্মীরা দায়িত্ব পালনে আরও উৎসাহিত হন।”
পোশাক পেয়ে সন্তোষ প্রকাশ করেন কর্মচারীরাও। তাদের ভাষায়, ইউনিফর্ম শুধু পরিচ্ছন্নতার প্রতীকই নয়, কাজের পরিবেশে আত্মবিশ্বাস বাড়াতেও ভূমিকা রাখে।
পৌরসভার কর্মকর্তারা জানান, কর্মীদের মনোবল বৃদ্ধি ও সেবার মান ধরে রাখতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।









