০৬:১০ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি —-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

  • আপডেট: ১২:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 0

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহা সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গত ১৭ বছর ছাত্রদল প্রকৃত ছাত্র রাজনীতি গড়ে তুলতে পারেনি। তারা প্রতিনিয়ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর ছিল, লড়াই-সংগ্রাম করতে গিয়ে অত্যাচার-নির্যাতন ও গুম খুনের শিকার হয়েছে।
রবিবার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাস প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
এ্যানি বলেন, শুধু জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন। ১৭ বছরে এর সংখ্যা ১৭ হাজারের কম হবেনা বলে মন্ত্যব্য করেন বিএনপির এই নেতা।
এ্যানি বলেন, ‘ছাত্রদলের ইতিহাস গৌরব ও ঐতিহ্যের ইতিহাস। স্বাধীনতা, গণতন্ত্র ও দেশ প্রেমের চেতনা রয়েছে ছাত্রদলে। সবকিছু মিলে ছাত্রদল শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, যাতে ছাত্রদের মধ্যে শৃঙ্খলা, মেধাবী নেতৃত্ব বেড়ে উঠে ও শিক্ষা-সংস্কৃতি ফুটে উঠে।’
এসময় কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেরাব হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতসহ অনেকে।

Tag :

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি —-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি —-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

আপডেট: ১২:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহা সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গত ১৭ বছর ছাত্রদল প্রকৃত ছাত্র রাজনীতি গড়ে তুলতে পারেনি। তারা প্রতিনিয়ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর ছিল, লড়াই-সংগ্রাম করতে গিয়ে অত্যাচার-নির্যাতন ও গুম খুনের শিকার হয়েছে।
রবিবার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাস প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
এ্যানি বলেন, শুধু জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন। ১৭ বছরে এর সংখ্যা ১৭ হাজারের কম হবেনা বলে মন্ত্যব্য করেন বিএনপির এই নেতা।
এ্যানি বলেন, ‘ছাত্রদলের ইতিহাস গৌরব ও ঐতিহ্যের ইতিহাস। স্বাধীনতা, গণতন্ত্র ও দেশ প্রেমের চেতনা রয়েছে ছাত্রদলে। সবকিছু মিলে ছাত্রদল শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, যাতে ছাত্রদের মধ্যে শৃঙ্খলা, মেধাবী নেতৃত্ব বেড়ে উঠে ও শিক্ষা-সংস্কৃতি ফুটে উঠে।’
এসময় কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেরাব হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতসহ অনেকে।