০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের সিলিংয়ের ফ্লাস্টার ধসে দুই শিক্ষিকা আহত

  • আপডেট: ০১:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 21

বিজয়ের আলো ডেস্ক:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ অফিস কক্ষের সিলিংয়ের ফ্লাস্টার ধসে দু’জন শিক্ষিকা আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সহকারী শিক্ষিকা সঙ্গীতা রানী দেবনাথ ও সহকারী শিক্ষিকা মাহমুদা খানম। স্থানীয়রা জানান, হঠাৎ সিলিংয়ের ফ্লাস্টার ধসে নিচে পড়ে গেলে তারা দু’জনই আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ মোস্তফা জানান, বর্তমানে বিদ্যালয়ে ৬৬৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

শিক্ষকরা অভিযোগ করেন, দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণ না হলে ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Tag :

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি —-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের সিলিংয়ের ফ্লাস্টার ধসে দুই শিক্ষিকা আহত

আপডেট: ০১:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

বিজয়ের আলো ডেস্ক:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ অফিস কক্ষের সিলিংয়ের ফ্লাস্টার ধসে দু’জন শিক্ষিকা আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সহকারী শিক্ষিকা সঙ্গীতা রানী দেবনাথ ও সহকারী শিক্ষিকা মাহমুদা খানম। স্থানীয়রা জানান, হঠাৎ সিলিংয়ের ফ্লাস্টার ধসে নিচে পড়ে গেলে তারা দু’জনই আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ মোস্তফা জানান, বর্তমানে বিদ্যালয়ে ৬৬৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

শিক্ষকরা অভিযোগ করেন, দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণ না হলে ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।