লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরির পাঠক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় লাইব্রেরির পাঠক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন প্রমুখ।
পৌরসভা সুত্রে জানা যায়, পৌর এলাকায় বসবাসরত যে কোন ব্যক্তি পৌর লাইব্রেরির পাঠক সদস্য হতে পারবেন। লাইব্রেরির নির্ধারিত ফর্মে আবেদনপত্র সঠিকভাবে পূরন করে সদস্য হওয়ার জন্য এক হাজার টাকা সদস্য ফি জমা দিতে হবে। লাইব্রেরির সদস্য লাইব্রেরি থেকে একবারে ১ টি বই বাসায় নিতে পারবে এবং সেটা সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে লাইব্রেরিতে ফেরত দিতে হবে। একটি বই ফেরত দিয়ে পুনরায় চাইলে অন্য একটি বই নিতে পারবে। লাইব্রেরি থেকে নেয়া বই যত্ন সহকারে পড়তে হবে। বই কোন রকম দাগা দাগি এবং নষ্ট করা যাবে না। বই নষ্ট করলে বা হারিয়ে ফেললে বইয়ের সমমূল্য অর্থ পৌর কর্তৃপক্ষকে প্রদান করতে হবে।
পৌর প্রশাসক মো: জসীম উদ্দিন বলেন, বই জ্ঞানের উৎস। আমাদের প্রতিদিন কমপক্ষে এক ঘণ্টা বই পড়া উচিত। একটি লাইব্রেরি জ্ঞানচর্চার কারখানার মতো। উদ্বোধনের পর থেকে পৌরসভার কার্যালয়ে স্থাপিত লাইব্রেরিটি যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। আজ আমরা পৌরসভার ১৭ জন এক যোগে লাইব্রেরির পাঠক সদস্য পদ গ্রহণ করেছি। যারা পৌর লাইব্রেরির সদস্য পদ গ্রহণ করবে তারা লাইব্রেরি সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। আশা করি আগামী দিনে পৌরসভার নাগরিকরা পৌরসভার লাইব্রেরির পাঠক সদস্য হয়ে এই কার্যক্রমে বেগবান করবেন।
শিরোনাম:
লক্ষ্মীপুর পৌরসভার লাইব্রেরির পাঠক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Tag :
সর্বাধিক পঠিত









