০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

জমি বিরোধে রান্নাঘর ভাঙচুর ও মারধর: আহত -৬

  • আপডেট: ০৯:৩৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • 55

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে রান্নাঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে নারী ও শিশুসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। রোববার (৮ জুন) বেলা ১১টার দিকে সানকিভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবদুর রহিমের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একই এলাকার আনোয়ার হোসেন ও তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে একাধিকবার আদালত ও থানায় মামলা হলেও প্রতিবার আনোয়াররা মালিকানা প্রমাণে ব্যর্থ হন।

ঘটনার দিন আবদুর রহিমের ভাই আবদুস শহিদের বাড়ির রান্নাঘরের দেয়াল ভেঙে ফেলে অভিযুক্তরা। বাধা দিতে গেলে তারা লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আবদুর রহিমের মা জাহানারা বেগম, ভাই আবদুর জাহের, আবদুস শহিদ, আবদুর রশিদ, শহিদের স্ত্রী রুনা আক্তার ও মেয়ে সুমাইয়া আক্তার আহত হন। তাদের মধ্যে অন্তত তিনজন রক্তাক্ত জখম হন।

আহত আবদুস শহিদ চিকিৎসাধীন অবস্থায় জানান, “আনোয়াররা আমাদের রান্নাঘরের দেয়াল ভেঙে দেয়। বাধা দিলে তারা হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। আমার স্ত্রী, মেয়ে ও ভাইসহ আমরা ছয়জন আহত হয়েছি।”

আবদুর রশিদ বলেন, “ওরা বারবার আদালতের রায় অমান্য করছে। স্থানীয়ভাবে শালিসের সিদ্ধান্তও তারা মানে না। এবার আমাদের মারধর করে জমি দখলের চেষ্টা করেছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি।”

অভিযুক্ত আনোয়ার হোসেন দাবি করেন, “আবদুস শহিদরা চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করছিল। আমরা বাধা দিতে গেলে উল্টো তারাই আমাদের ওপর হামলা করে। এতে আমাদেরও চারজন আহত হন। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।”

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, “ঘটনার পর উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
সর্বাধিক পঠিত

‎লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনায় চারদিন পর মামলা ‎

জমি বিরোধে রান্নাঘর ভাঙচুর ও মারধর: আহত -৬

আপডেট: ০৯:৩৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে রান্নাঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে নারী ও শিশুসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। রোববার (৮ জুন) বেলা ১১টার দিকে সানকিভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবদুর রহিমের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একই এলাকার আনোয়ার হোসেন ও তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে একাধিকবার আদালত ও থানায় মামলা হলেও প্রতিবার আনোয়াররা মালিকানা প্রমাণে ব্যর্থ হন।

ঘটনার দিন আবদুর রহিমের ভাই আবদুস শহিদের বাড়ির রান্নাঘরের দেয়াল ভেঙে ফেলে অভিযুক্তরা। বাধা দিতে গেলে তারা লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আবদুর রহিমের মা জাহানারা বেগম, ভাই আবদুর জাহের, আবদুস শহিদ, আবদুর রশিদ, শহিদের স্ত্রী রুনা আক্তার ও মেয়ে সুমাইয়া আক্তার আহত হন। তাদের মধ্যে অন্তত তিনজন রক্তাক্ত জখম হন।

আহত আবদুস শহিদ চিকিৎসাধীন অবস্থায় জানান, “আনোয়াররা আমাদের রান্নাঘরের দেয়াল ভেঙে দেয়। বাধা দিলে তারা হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। আমার স্ত্রী, মেয়ে ও ভাইসহ আমরা ছয়জন আহত হয়েছি।”

আবদুর রশিদ বলেন, “ওরা বারবার আদালতের রায় অমান্য করছে। স্থানীয়ভাবে শালিসের সিদ্ধান্তও তারা মানে না। এবার আমাদের মারধর করে জমি দখলের চেষ্টা করেছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি।”

অভিযুক্ত আনোয়ার হোসেন দাবি করেন, “আবদুস শহিদরা চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করছিল। আমরা বাধা দিতে গেলে উল্টো তারাই আমাদের ওপর হামলা করে। এতে আমাদেরও চারজন আহত হন। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।”

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, “ঘটনার পর উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”