লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (২৭ মে) বিকেলে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুনের যৌথ স্বাক্ষরে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ২৪ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে মেহেরাব হোসেনকে আহ্বায়ক, শাহাদাত হোসেন রিংকুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আজিম হোসেন হারুনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও ফয়সাল আহমেদ সজীব, সাইফুল ইসলাম হৃদয়, সৌরভ হোসেন, রবিউল আউয়াল চৌধুরী ও রেদোয়ান হোসেন মুন্নাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
এদিন সদর উপজেলার মান্দারী জিল্লুর রহিম কলেজ ছাত্রদলের আংশিক কমিটিও অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে ওমর ফারুক হৃদয় সভাপতি, শাওন পাটোয়ারী সাধারণ সম্পাদক, নুরুল আলম সজীব সিনিয়র সহ-সভাপতি, মো. রায়হান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জান্নাত আক্তার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠনের প্রক্রিয়াকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। পদপ্রত্যাশীদের মৌখিক সাক্ষাৎকার নেওয়া ছাড়াও তাদের প্রকৃত ছাত্রত্ব যাচাই ও অন্যান্য বিষয় পর্যবেক্ষণের পর জেলা ছাত্রদলের নেতৃত্ব নতুন কমিটিগুলোর অনুমোদন দেয়।










