০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী সাবেক ছাত্রনেতা তোফাজ্জল হোসেন সবুজ

  • আপডেট: ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 96

Oplus_131072

লক্ষ্মীপুর প্রতিনিধি:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির আগামী সম্মেলনকে ঘিরে দলীয় কার্যক্রম এখন জোরদার। এ প্রেক্ষাপটে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ত্যাগী ও পরীক্ষিত নেতা তোফাজ্জল হোসেন সবুজ।

ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ক্লিন ইমেজের অধিকারী এই সাবেক ছাত্রনেতা রাজনীতিতে সততা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন বিভিন্ন সময়।

তাঁর পিতা মরহুম তোফায়েল আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিবারিকভাবে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে পরিবারসহ বহুবার নির্যাতিত হয়েছেন।

বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে মাঠে সক্রিয় রয়েছেন। নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে পুনর্গঠন এবং দলের মূলনীতির প্রতি দৃঢ় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তোফাজ্জল হোসেন সবুজ বলেন, “আমার রাজনীতি কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, দল ও দলের নেতাকর্মীদের স্বার্থই আমার মূল লক্ষ্য। যদি নেতাকর্মীরা আমাকে সমর্থন করেন, তাহলে আমি চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপিকে একটি মডেল ইউনিয়ন কমিটি হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, তোফাজ্জল হোসেন সবুজ তিন ভাইয়ের মধ্যে সবার বড়। তার দুই ভাই বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। ব্যক্তিজীবনে একজন সজ্জন, সৎ ও নিরহংকারী নেতা হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে।

দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক ও সুসম্পর্ক রক্ষায় তিনি বরাবরই আন্তরিক। আগামী ইউনিয়ন কমিটিতে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে ত্যাগী নেতাদের গুরুত্ব দেয়ার দাবি জানিয়েছেন দলীয় কর্মীরা।

Tag :
সর্বাধিক পঠিত

‎লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনায় চারদিন পর মামলা ‎

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী সাবেক ছাত্রনেতা তোফাজ্জল হোসেন সবুজ

আপডেট: ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির আগামী সম্মেলনকে ঘিরে দলীয় কার্যক্রম এখন জোরদার। এ প্রেক্ষাপটে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ত্যাগী ও পরীক্ষিত নেতা তোফাজ্জল হোসেন সবুজ।

ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ক্লিন ইমেজের অধিকারী এই সাবেক ছাত্রনেতা রাজনীতিতে সততা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন বিভিন্ন সময়।

তাঁর পিতা মরহুম তোফায়েল আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিবারিকভাবে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে পরিবারসহ বহুবার নির্যাতিত হয়েছেন।

বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে মাঠে সক্রিয় রয়েছেন। নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে পুনর্গঠন এবং দলের মূলনীতির প্রতি দৃঢ় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তোফাজ্জল হোসেন সবুজ বলেন, “আমার রাজনীতি কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, দল ও দলের নেতাকর্মীদের স্বার্থই আমার মূল লক্ষ্য। যদি নেতাকর্মীরা আমাকে সমর্থন করেন, তাহলে আমি চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপিকে একটি মডেল ইউনিয়ন কমিটি হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, তোফাজ্জল হোসেন সবুজ তিন ভাইয়ের মধ্যে সবার বড়। তার দুই ভাই বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। ব্যক্তিজীবনে একজন সজ্জন, সৎ ও নিরহংকারী নেতা হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে।

দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক ও সুসম্পর্ক রক্ষায় তিনি বরাবরই আন্তরিক। আগামী ইউনিয়ন কমিটিতে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে ত্যাগী নেতাদের গুরুত্ব দেয়ার দাবি জানিয়েছেন দলীয় কর্মীরা।