০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে রাতের আঁধারে যুবককে গুলির ঘটনায় গ্রেফতার ২

  • আপডেট: ০১:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • 51

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের টেকরাজ বাহাদুর গ্রামে শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে মো. রুবেল (২৮) নামের এক যুবককে গুলি করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। চন্দ্রগঞ্জ থানার পুলিশ ঘটনার পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।
আহত রুবেলকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উত্তর জয়পুর ইউনিয়নের গণেশ্যামপুর গ্রামের শরীয়ত উল্যার ছেলে মো. আলমগীর হোসেন এবং একই ইউনিয়নের ভূঁয়া বাড়ির মৃত হাজী মোস্তফা মিয়ার ছেলে আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার।
আহত রুবেলের মা বিলকিছ আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে খুন জখমের হুমকি দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে রুবেল ও কদু আলমগীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুইপক্ষই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
আহত রুবেল জানান, “চৌপল্লী বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি বাঁ হাতের কব্জিতে লাগলে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।”
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কমলাশীষ রায় জানান, “রুবেলের বাঁ হাতের কব্জিতে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।”
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়জুল আজীম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

Tag :

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি —-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুরে রাতের আঁধারে যুবককে গুলির ঘটনায় গ্রেফতার ২

আপডেট: ০১:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের টেকরাজ বাহাদুর গ্রামে শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে মো. রুবেল (২৮) নামের এক যুবককে গুলি করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। চন্দ্রগঞ্জ থানার পুলিশ ঘটনার পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।
আহত রুবেলকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উত্তর জয়পুর ইউনিয়নের গণেশ্যামপুর গ্রামের শরীয়ত উল্যার ছেলে মো. আলমগীর হোসেন এবং একই ইউনিয়নের ভূঁয়া বাড়ির মৃত হাজী মোস্তফা মিয়ার ছেলে আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার।
আহত রুবেলের মা বিলকিছ আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে খুন জখমের হুমকি দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে রুবেল ও কদু আলমগীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুইপক্ষই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
আহত রুবেল জানান, “চৌপল্লী বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি বাঁ হাতের কব্জিতে লাগলে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।”
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কমলাশীষ রায় জানান, “রুবেলের বাঁ হাতের কব্জিতে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।”
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়জুল আজীম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”