০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে অন্তবর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান

  • আপডেট: ০৩:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • 98

মো.বেলাল হোসেন,লক্ষ্মীপুর : ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের অন্তবর্তী সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম। তিনি বলেন, ভারতে মুসলিম গণহত্যার ঘটনায় প্রায় সাড়ে ৪শ’র উপরে মুসলমান শাহাদাৎ বরণ করেছে। যারা মুসলমানদেরকে মানবতার সবক শিখায়। সে সব বিশ^ মানবতার ফেরীওয়ালাদের বলছি- মানবতা শেখাতে হয়ে ভারতের নাগপুরে মুসলিম গণহত্যাকারীরে মানবতা শেখান।
আজ মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর পৌর শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারতের মুদি সরকার মিথ্যাচার করছে উল্লেখ করে এবক্তা আরো বলেন, ৫ আগস্টের পর দেশে ইসলামীক রাজনৈতিকসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ মানবতার প্রাচীর তৈরি করে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরের নিরাপত্তাসহ কোন সহিংসতা হতে দেয়নি। অথচ হলি উৎসবের নামে ভারতের মসজিদে জুমার নামাজটুকুও পড়তে দেওয়া হয়নি। মুসলমান হেটে যাওয়ার সময় তাদের উপর রং ছিটিয়ে দিচ্ছে। প্রতিবাদ করায় মুসলমান ভাইকে হত্যাসহ পরিবারের উপর হামলাও করা হয়েছে। মুসলিম নারীরাও রেহায় পাচ্ছে না। হলি উৎসব বাস্তবায়ন করার জন্য ৬৩টি মসিজদে ত্রিপল টাঙিয়ে দিয়েছে তারা। অথচ দুই টাকার চা বিক্রেতা মুদি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বলে গোটা পৃথিবীর কাছে মায়া কান্না জুড়িয়ে দিচ্ছে। এসময় ভারতের এ বর্বর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলনের এ নেতা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর পৌর শাখার সভাপতি মাওলানা লোকমান মাজহারীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন। লক্ষ্মীপুর পৌর শাখার সেক্রেটারী মাওলানা জাহিদ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ভারতে গণহত্যায় শাহাদাৎ বরণকৃত মসলিদের আত্মার মাগফিরাত কামনাসহ সকলের জন্য দোয়া মুনাজাত করা হয়।

Tag :

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি —-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে অন্তবর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান

আপডেট: ০৩:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

মো.বেলাল হোসেন,লক্ষ্মীপুর : ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের অন্তবর্তী সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম। তিনি বলেন, ভারতে মুসলিম গণহত্যার ঘটনায় প্রায় সাড়ে ৪শ’র উপরে মুসলমান শাহাদাৎ বরণ করেছে। যারা মুসলমানদেরকে মানবতার সবক শিখায়। সে সব বিশ^ মানবতার ফেরীওয়ালাদের বলছি- মানবতা শেখাতে হয়ে ভারতের নাগপুরে মুসলিম গণহত্যাকারীরে মানবতা শেখান।
আজ মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর পৌর শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারতের মুদি সরকার মিথ্যাচার করছে উল্লেখ করে এবক্তা আরো বলেন, ৫ আগস্টের পর দেশে ইসলামীক রাজনৈতিকসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ মানবতার প্রাচীর তৈরি করে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরের নিরাপত্তাসহ কোন সহিংসতা হতে দেয়নি। অথচ হলি উৎসবের নামে ভারতের মসজিদে জুমার নামাজটুকুও পড়তে দেওয়া হয়নি। মুসলমান হেটে যাওয়ার সময় তাদের উপর রং ছিটিয়ে দিচ্ছে। প্রতিবাদ করায় মুসলমান ভাইকে হত্যাসহ পরিবারের উপর হামলাও করা হয়েছে। মুসলিম নারীরাও রেহায় পাচ্ছে না। হলি উৎসব বাস্তবায়ন করার জন্য ৬৩টি মসিজদে ত্রিপল টাঙিয়ে দিয়েছে তারা। অথচ দুই টাকার চা বিক্রেতা মুদি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বলে গোটা পৃথিবীর কাছে মায়া কান্না জুড়িয়ে দিচ্ছে। এসময় ভারতের এ বর্বর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলনের এ নেতা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর পৌর শাখার সভাপতি মাওলানা লোকমান মাজহারীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন। লক্ষ্মীপুর পৌর শাখার সেক্রেটারী মাওলানা জাহিদ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ভারতে গণহত্যায় শাহাদাৎ বরণকৃত মসলিদের আত্মার মাগফিরাত কামনাসহ সকলের জন্য দোয়া মুনাজাত করা হয়।