০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে গভীর রাতে প্রবাসীর তালাবদ্ধ ঘরে ডাকাতি

  • আপডেট: ১১:০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • 128278

Oplus_0

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলা চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামে গভীর রাতে এক প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। তালাবদ্ধ ওই ঘরে কেউ ছিল না। এ সুযোগে ডাকাতদল ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

এ ঘটনায় শনিবার (২৬ অক্টোবর) চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দুপুরে চরশাহীর দাসের হাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে রামপুর গ্রামের আলিম উদ্দিন ভূইয়া বাড়ির আবুধাবি প্রবাসী রুবেলের ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা হুমায়ূন কবির জানান, তাদের বাড়ির মৃত আবুল কাশেমের তিন ছেলে রুবেল, নোবেল ও রাসেল আবুধাবিতে থাকে। তাদের পরিবারের লোকজন ঢাকায় এবং অন্যত্র বসবাস করে। ঘরে কেউ থাকে না। দুর্বৃত্তরা ঘরের দরজায় থাকা তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল নিয়ে গেছে।

তিনি আরও জানান, তিনি চা দোকানী। ঘটনার রাতে বাড়ির সামনে থাকা তার চা দোকানেও দুর্বৃত্তের দল হানা দিয়েছে। ক্যাশবাক্সে থাকা টাকা নিয়ে যায় তারা। এছড়া ওই রাতে উত্তর রামপুর বায়তুল জামে মসজিদের দানবাক্সটিও নিয়ে গেছে।

প্রবাসী রুবেলের বোন ফারহানা আক্তার বলেন, আমার বাবার বাড়িতে কেউ থাকে না। মাঝেমধ্যে আমি বাড়িতে গিয়ে দেখাশোনা করি। বাড়ির লোকজনের মাধ্যমে জানতে পারি আমার বাবার ঘরে ডাকাতি হয়েছে। আমি এসে দেখি ঘরের আলমারিসহ মালামাল এলোমেলো। ঘরে থাকা ট্যাংকের ভেতরে আমার মায়ের ব্যবহৃত তিনভরি ওজনের প্রায় তিন লাখ ৯০ হাজার টাকা মূল্যের গহণা ছিল। নগদ একলাখ ২৫ হাজার টাকা ছিল। সেগুলো নেই। ডাকাতদল নিয়ে গেছে। সাথে চারটি কম্বল ও জমির দলিলপত্রও নিয়ে গেছে। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

ঘটনাস্থল পরিদর্শন করতে আসা দাশেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজল বলেন, অভিযোগের আলোকে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
সর্বাধিক পঠিত

কমলনগরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার, নানা অনিয়ম

লক্ষ্মীপুরে গভীর রাতে প্রবাসীর তালাবদ্ধ ঘরে ডাকাতি

আপডেট: ১১:০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলা চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামে গভীর রাতে এক প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। তালাবদ্ধ ওই ঘরে কেউ ছিল না। এ সুযোগে ডাকাতদল ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

এ ঘটনায় শনিবার (২৬ অক্টোবর) চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দুপুরে চরশাহীর দাসের হাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে রামপুর গ্রামের আলিম উদ্দিন ভূইয়া বাড়ির আবুধাবি প্রবাসী রুবেলের ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা হুমায়ূন কবির জানান, তাদের বাড়ির মৃত আবুল কাশেমের তিন ছেলে রুবেল, নোবেল ও রাসেল আবুধাবিতে থাকে। তাদের পরিবারের লোকজন ঢাকায় এবং অন্যত্র বসবাস করে। ঘরে কেউ থাকে না। দুর্বৃত্তরা ঘরের দরজায় থাকা তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল নিয়ে গেছে।

তিনি আরও জানান, তিনি চা দোকানী। ঘটনার রাতে বাড়ির সামনে থাকা তার চা দোকানেও দুর্বৃত্তের দল হানা দিয়েছে। ক্যাশবাক্সে থাকা টাকা নিয়ে যায় তারা। এছড়া ওই রাতে উত্তর রামপুর বায়তুল জামে মসজিদের দানবাক্সটিও নিয়ে গেছে।

প্রবাসী রুবেলের বোন ফারহানা আক্তার বলেন, আমার বাবার বাড়িতে কেউ থাকে না। মাঝেমধ্যে আমি বাড়িতে গিয়ে দেখাশোনা করি। বাড়ির লোকজনের মাধ্যমে জানতে পারি আমার বাবার ঘরে ডাকাতি হয়েছে। আমি এসে দেখি ঘরের আলমারিসহ মালামাল এলোমেলো। ঘরে থাকা ট্যাংকের ভেতরে আমার মায়ের ব্যবহৃত তিনভরি ওজনের প্রায় তিন লাখ ৯০ হাজার টাকা মূল্যের গহণা ছিল। নগদ একলাখ ২৫ হাজার টাকা ছিল। সেগুলো নেই। ডাকাতদল নিয়ে গেছে। সাথে চারটি কম্বল ও জমির দলিলপত্রও নিয়ে গেছে। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

ঘটনাস্থল পরিদর্শন করতে আসা দাশেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজল বলেন, অভিযোগের আলোকে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।