জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ September 1st, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 14836 বার
জুনায়েদ আহমেদ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে বন্যা দুর্গত মানুষের সাথে সৌজন্য সাক্ষাত ও
সহস্রাধিক মানুষকে নগদ অর্থ ও উপহার প্রদান করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় বিসিক শিল্প নগরী এলাকায় লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিমের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে এ উপহার তুলে দেয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির মো: সেলিম উদ্দিন ও জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার আমীর এস.ইউ.এম রুহুল আমিন ভূঁইয়া।
এসময় দেশ সংস্কারের পর নির্বাচনের দাবি করেন অতিথিরা। পরে সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় পথসভা ও বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন অতিথিরা।
Leave a Reply