জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ August 17th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 27794 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে মা ও তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলারা চর পোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিদু মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, সিদু মিস্ত্রির আগের সংসারের ছেলে রিপন ঢাকা থাকতেন। দুদিন আগে বাড়িতে ফেরেন তিনি। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিতে ঘরের মধ্যেই তিনি তার সৎ মাকে প্রথমে গলাকেটে হত্যা করেন। এ ঘটনা ছোট ভাই ও বোন দেখে ফেলায় তাদেরও গলাকেটে হত্যা করেন রিপন। এ সময় বাবা সিদু মিস্ত্রি বাড়িতে ছিলেন না। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রিপনকে ধরে ফেলেন। খবর পেয়ে রামগতি পুলিশ ঘটনাস্থলে গেলে জনতা রিপনকে পুলিশে কাছে সোপর্দ করেন।
ওসি মোসলেহ উদ্দিন আরো জানান, তবে কী নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন রিপন, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply