জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ August 10th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 20132 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বাসভবনে অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানব বন্ধন,বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংখ্যালঘু সম্প্রদায়। এ সময় নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা৷
শনিবার (১০ আগস্ট) বিকালে শহরের প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এই কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব মিলনায়তনে সমাবেশে মিলিত হয় হিন্দু সহ বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়।
সমাবেশে সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু সুরক্ষা কমিশন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং তাদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্ধের দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন, শহর জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এড. মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদকর ঝুটন কুরীসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, জন্মসূত্রে এই দেশ আমাদের সবার। এখানে আমাদের নিরাপত্তা চাই। দেশে যে সরকারই ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নেই৷ কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই৷
Leave a Reply