বিজয়ের আলো ডেক্স:
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক দুটি অভিযানে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ দেবর-ভাবি ও দুই কেজি গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১ টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।

ওসি জানান, পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বড়বল্লভপুর রাস্তার মাথায় পাকা রাস্তার উপর থেকে বিবি আয়েশা লিপি (২৭) ও সাজ্জাদুর রহমান পিয়াল (২৮) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। লিপি ও পিয়াল সম্পর্কে ভাবি ও দেবর। অভিযানের সময় তাদের সাথে থাকা লিপির স্বামী আশিকুর রহমান পিয়াস (৩২) পালিয়ে যায়।

লিপি নোয়াখালীর সুধারাম থানাধীন নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা। পিয়াল একই উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর দরবেশপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের চাটখিল-চন্দ্রগঞ্জ রোডের মোস্তফার দোকান এলাকার অভিযান চালিয়ে নুরুল আমিন ওরফে নুর আলম (৬৭) ও তার ছেলে রহমত উল্লাকে (৩৭) দুইকেজি গাঁজাসহ আটক করা হয়। তাদের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের সংকরপুর গ্রামে।

ওসি এমদাদুল হক জানান, আটককৃত চারজন ও পলাতক একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।