জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ April 13th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 13900 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগের ৪ নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।
শনিবার (১৩ মার্চ) বেলা ১১টায় চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশের বাধার মুখে সড়ক থেকে সরে যায় তারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ ঘটনায় থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী বাবলুকে অভিযুক্ত করে তাকে গ্রেফতারের দাবি জানান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এতে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এম ছাবির আহমেদ,চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাবউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু প্রমূখ।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়।
আহত সজিব চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী। আহত অন্যরা হলেন ছাত্রলীগ কর্মী সাইফুল পাটওয়ারী, সাইফুল ইসলাম জয় ও রাফি। আহতরা ছাত্রলীগ নেতা মাসুদের অনুসারী হিসেবে পরিচিত।
এরমধ্যে আহত সজিব, সাইফুল ও রাফির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কর্তব্যরত চিকিৎসক। আহত জয়কে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন জানান, হামলা-মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। তারা হাসপাতালে রয়েছে।
Leave a Reply