লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ আব্দুর রহমান প্রকাশ অনিক রহমান (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটলিয়ন (র‌্যাব) ১১ । গ্রেপ্তার কৃত ছাত্রলীগ নেতা অনিক রহমান চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ব বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী।

সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার সময়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজারের ১নং পোল এলাকা থেকে একটি এলজি সহ তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র‌্যাব। সোমবার দুপুরে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাবের নায়েব সুবেদার মিরাজ আলী ভূঁইয়া বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা রুজু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক।
অনিক রহমান চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামের ছৈয়াল বাড়ির আব্দুল হকের ছেলে। সে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএর ছাত্র ও কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী।