জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ February 21st, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 18728 বার
লক্ষ্মীপুর প্রতিনিধিং
লক্ষ্মীপুরে ১২৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ মো. শামীম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড়বল্লভপুর গ্রাম থেকে তাকে আটক করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
আটককৃত শামীম ওই ইউনিয়েনের বসুদুহিতা গ্রামের বকসি বাড়ীর সোহরাব হোসেন। অভিযানের সময় মো. গিয়াস উদ্দিন ওরফে ছোট মিয়া (৪১) নামে জড়িত আরেক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গিয়াস বড় বল্লভপুর গ্রামের নুর নবীর ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এসময় হাজিরপাড়ার বড়বল্লভপুর গ্রামের মাস্টারের চায়ের দোকানের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মো. শামীমকে আটক করা হয়েছে। তার সহযোগী গিয়াস উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ শামীমের কাছ থেকে ১২৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত শামীম ও পলাতক গিয়াসের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply