জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ February 18th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 17892 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকের টাকা নিয়ে উধাও সাউথ প্যাসিফিক বিজনেস ডেভেলপমেন্ট নামের একটি এনজিও সংস্থা। গ্রাহকদের অভিযোগ সদর উপজেলার ৩ শতাধিক গ্রাহক থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় তারা৷ কোনো রশিদ ছাড়াই শুধুমাত্র একটি ভিজিটিং কার্ড ডকুমেন্টস হিসেবে গ্রাহকদের দেয় তারা।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টাকা ফেরত পেতে লক্ষ্মীপুর পৌর শহরের ৮ নং ওয়ার্ডের লামচরী গ্রামে ঐ এনজিও কার্যালয়ের সামনে জড় হয়ে প্রতিবাদ জানান গ্রাহকেরা। এসময় গ্রাহকেরা বলেন ,গত পহেলা ফেব্রুয়ারী ভাড়া বাসা নিয়ে এনজিওর অফিস করেন আব্দুল আসাদ রাসেল সহ অপরিচিত কয়েকজন ব্যক্তি। সকল গ্রাহককে রবিবারে টাকা দেওয়ার কথা বলে এর আগেই লাপাত্তা তারা। ভিজিটিং কার্ডে দেওয়া নাম্বার এবং বাসার মালিকের নাম্বারও বন্ধ রয়েছে
লক্ষ্মীপুর শহর ফাঁড়ি থানার এসআই অখিল পোদ্দার বলেন , খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি।গ্রাহকদের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিবো।
Leave a Reply