জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ February 18th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 14862 বার
বিজয়ের আলো ডেস্ক:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইউনিয়ন যুবলীগ নেতা মামুনুর রশিদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ কামরুল ইসলামকে গ্রেফতার করছে র্যাব-১১। সোমবার রাতে নোয়াখালী জেলার চাটখিল পূর্ব দেলিয়াই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১১ সিপিসি-৩ আভিযানিক দল। পরে তাকে স্থানীয় চাটখিল থানায় হস্তান্তর করা হয়।
২০১৫ সালের ১৮ মে রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মামুনুর রশিদকে আমানী লক্ষ্মীপুর এলাকায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ভাই ফখরুল ইসলাম বাদী হয়ে মধু, মামুন, বাবু ওরফে গলাকাটা বাবু, শামীম হোসেন, কাউছার ওরফে ছোট কাউছারসহ ২১ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
এরপর ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ২১ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় সাড়ে আট বছর পর রায় দেয় আদালত ।
Leave a Reply