০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

  • আপডেট: ১১:৪৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • 25102

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল সহ মো. রাসেল ও মো. এমরান নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের তথ্যের ভি ত্তিতে নোয়াখালী কবিরহাট থেকে একটি এ্যাপাসি মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার তারেক বিন রশিদ।

তাদের বিরুদ্ধে চুরি ডাকাতি সহ একাধিক অভিযোগে চন্দ্রগঞ্জ থানায় ৪ টি করে ৮ টি মামলা রয়েছে। এর আগে তাদেরকে রাত দেড় টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল দেওপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে এবং এমরান একই এলাকার তাজুল ইসলামের ছেলে।
পুলিশ সুপার জানান, এরা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তারা বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে চুরি ডাকাতি হত্যা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এর সাথে অস্ত্র ও চুরি সহ আরো দুটি মামলা যোগ হবে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, সহকারী পুলিশ সুপার হাসান মোস্তফা, ডিআই-১ আব্দুল আজিজ, চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমদাদ হোসেন।

Tag :
সর্বাধিক পঠিত

শিক্ষার্থী পারভেজ হত্যাকারীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট: ১১:৪৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল সহ মো. রাসেল ও মো. এমরান নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের তথ্যের ভি ত্তিতে নোয়াখালী কবিরহাট থেকে একটি এ্যাপাসি মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার তারেক বিন রশিদ।

তাদের বিরুদ্ধে চুরি ডাকাতি সহ একাধিক অভিযোগে চন্দ্রগঞ্জ থানায় ৪ টি করে ৮ টি মামলা রয়েছে। এর আগে তাদেরকে রাত দেড় টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল দেওপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে এবং এমরান একই এলাকার তাজুল ইসলামের ছেলে।
পুলিশ সুপার জানান, এরা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তারা বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে চুরি ডাকাতি হত্যা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এর সাথে অস্ত্র ও চুরি সহ আরো দুটি মামলা যোগ হবে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, সহকারী পুলিশ সুপার হাসান মোস্তফা, ডিআই-১ আব্দুল আজিজ, চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমদাদ হোসেন।