জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ February 4th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 21824 বার
লক্ষ্মীপুর:
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’’ এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে ২ দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় স্কুল-কলেজসহ ২৭ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ করেন।
এসময় স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মকবুল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের তৈরিকৃত বিভিন্ন ধরনের স্টল পরিদর্শন করেন।
Leave a Reply