জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ February 3rd, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 21688 বার
বিজয়ের আলো ডেস্ক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে টু নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সদর-৩ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু। শুক্রবার রাত ৭টায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ ও প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ বাবলু।
এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলাইমান, চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সহ-সভাপতি গৌতম মজুমদার, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।
উক্ত টুর্ণামেন্টে বণিক সমিতির সদস্য এমন ১২টি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন। আগামীকাল শনিবার রাতে ফাইনাল খেলা শেষে বিজয়ী এবং রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
Leave a Reply