লক্ষ্মীপুর প্রতিনিধি :
দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী (ট্রাক প্রতীক) অধ্যক্ষ এম এ সাত্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। বৃহস্পতিবার রাতে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী (ট্রাক প্রতীক) অধ্যক্ষ এম এ সাত্তার ।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন পাটোয়ারী ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।

স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, কারিগরী শিক্ষায় শিক্ষিত করে দক্ষ কর্মী তৈরি করে এ জনপদেও উন্নয়ন করা হবে। নৌকার প্রার্থী বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে দাবি করে তিনি বলেন, ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও পিছিয়ে পড়া জনপদ চন্দ্রগঞ্জের উন্নয়নে ট্রাক প্রতীকে ভোট চান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- চ›চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুর নুর, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দিপু, দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য অহিদ মিয়া, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সাংবাদিক ইব্রাহিম খলিল মঞ্জু, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দৈনিক সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান মনজু, সাংবাদিক হাসান, সাংবাদিক তানভীর আহাম্মেদ রিমন ও দৈনিক শেয়ারবিজ জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর২৪ সহ-সম্পাদক জুনায়েদ আহম্মেদ ও সাংবাদিক মহি উদ্দিন লিটন উপস্থিত ছিলেন।