১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

নির্বাচনে বিশ্ববাসীর দৃষ্টি রয়েছে: ইসি আনিছুর

  • আপডেট: ০৪:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • 29146

লক্ষ্মীপুর প্রতিনিধি:
নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান বলেছেন,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি এবং অস্তিত্বের সম্পর্ক নির্ভর করে। এই নির্বাচনে বিশ্ববাসীর দৃষ্টি রয়েছে। কাজেই কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে নির্বাচন কমিশন কঠোরতার চরম পর্যায়ে যাবে। প্রয়োজনে প্রার্থীতা বাতিল ও ভোট বন্ধ করে ওইস্থানে উপনির্বাচন দেয়া হবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসি আনিছুর রহমান এসব কথা বলেন।
প্রার্থীদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ আসছে। আমরা অভিযোগগুলো তদন্ত করে দেখছি এবং সত্যতা পেয়েছি। এক্ষেত্রে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করবে। এতে কে ফেঁসে যাবেন, তা আমরা দেখবো না।
তিনি বলেন, পুলিশ তো সরকার পক্ষের লোক। যিনি অভিযোগকারী তাকেই প্রথমে থানায় অভিযোগ করতে হবে। অভিযোগ না দিলে বিষয়টি দুর্বল হয়ে যায়। এই বিষয়টিও স্বতন্ত্র প্রার্থীদের দেখতে হবে। কাউকে ছাড় দেয়া হবে না, অপকর্ম করলেই প্রার্থীতা বাতিল করা হবে।
আনিছুর রহমান বলেন, এ বছর নির্বাচনের আগের দিন ব্যালট পেপার কেন্দ্রে যাবে না। ভোটের দিন সকালে যাবে। এক্ষেত্রে নির্বাচনী কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে। এজন্য আগামী ২৯ ডিসেম্বর থেকে ১৩ দিন সেনাবাহিনী মাঠে থাকবে। পাশাপাশি র‍্যাব-বিজিবি, ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হবে। ভাল নির্বাচনের মাধ্যমে দেশ কলংকমুক্ত হবে। তাই নির্বাচনে সকলকে সহযোগিতা করার আহবান জানান ইসি।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লার নির্বাচন আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ মিয়া, পুলিশ সুপার তারেক বিন রশিদসহ জেলার ৪ টি আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন সভায়।
এর আগে প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থীরা সুনির্দিষ্ট অভিযোগ এনে বক্তব্য দিয়েছেন। নির্বাচনী প্রচারকালে বাধা-হামলার শিকার হওয়ার
আশঙ্কাও প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন কোন কোন প্রার্থী। সভায় জেলার ৪ টি আসনের প্রার্থীদের অনেকেই তাদের বক্তব্যে এসব অভিযোগ ও আশঙ্কা প্রকাশ করেছেন।
প্রার্থীদের বক্তব্যে উঠে আসা অভিযোগ ও আশংকা শুনে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন নির্বাচন কমিশন। একই সাথে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগীতাও কামনা করেছেন কমিশন। তবে প্রার্থীরা একে অন্যের প্রতি উত্থাপিত অভিযোগ ও আশঙ্কার পাশাপাশি সুন্দর পরিবেশ নিশ্চিতে সহযোগীতা প্রদান সহ সুষ্ঠু নির্বাচন সম্পন্নে বিধি বিধান সম্পূর্ণ মেনে চলার অঙ্গিকারও ব্যক্ত করেন।
সভায় উম্মুক্ত আলোচনা পর্বে লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতিকের গোলাম ফারুক পিংকুর অভিযোগ ট্রাক প্রতিকের প্রার্থীর সমর্থকরা তার প্রচারে বাধা ও হুমকী দিচ্ছে।
এদিকে তার অভিযোগ অস্বীকার করে প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তার বলেন, প্রচারণার শুরু জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার জনসংযোগে অংশ নিয়েছে। কিন্তু ভোটারদের আতঙ্কিত করতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা ককটেল বিষ্ফোরণ ঘটায়।
একই আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী রাকিব হোসেন আশংকা প্রকাশ করেন।
প্রসঙ্গত: এবারের নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি,জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র সহ মোট ২৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Tag :

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি —-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নির্বাচনে বিশ্ববাসীর দৃষ্টি রয়েছে: ইসি আনিছুর

আপডেট: ০৪:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

লক্ষ্মীপুর প্রতিনিধি:
নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান বলেছেন,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি এবং অস্তিত্বের সম্পর্ক নির্ভর করে। এই নির্বাচনে বিশ্ববাসীর দৃষ্টি রয়েছে। কাজেই কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে নির্বাচন কমিশন কঠোরতার চরম পর্যায়ে যাবে। প্রয়োজনে প্রার্থীতা বাতিল ও ভোট বন্ধ করে ওইস্থানে উপনির্বাচন দেয়া হবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসি আনিছুর রহমান এসব কথা বলেন।
প্রার্থীদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ আসছে। আমরা অভিযোগগুলো তদন্ত করে দেখছি এবং সত্যতা পেয়েছি। এক্ষেত্রে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করবে। এতে কে ফেঁসে যাবেন, তা আমরা দেখবো না।
তিনি বলেন, পুলিশ তো সরকার পক্ষের লোক। যিনি অভিযোগকারী তাকেই প্রথমে থানায় অভিযোগ করতে হবে। অভিযোগ না দিলে বিষয়টি দুর্বল হয়ে যায়। এই বিষয়টিও স্বতন্ত্র প্রার্থীদের দেখতে হবে। কাউকে ছাড় দেয়া হবে না, অপকর্ম করলেই প্রার্থীতা বাতিল করা হবে।
আনিছুর রহমান বলেন, এ বছর নির্বাচনের আগের দিন ব্যালট পেপার কেন্দ্রে যাবে না। ভোটের দিন সকালে যাবে। এক্ষেত্রে নির্বাচনী কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে। এজন্য আগামী ২৯ ডিসেম্বর থেকে ১৩ দিন সেনাবাহিনী মাঠে থাকবে। পাশাপাশি র‍্যাব-বিজিবি, ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হবে। ভাল নির্বাচনের মাধ্যমে দেশ কলংকমুক্ত হবে। তাই নির্বাচনে সকলকে সহযোগিতা করার আহবান জানান ইসি।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লার নির্বাচন আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ মিয়া, পুলিশ সুপার তারেক বিন রশিদসহ জেলার ৪ টি আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন সভায়।
এর আগে প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থীরা সুনির্দিষ্ট অভিযোগ এনে বক্তব্য দিয়েছেন। নির্বাচনী প্রচারকালে বাধা-হামলার শিকার হওয়ার
আশঙ্কাও প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন কোন কোন প্রার্থী। সভায় জেলার ৪ টি আসনের প্রার্থীদের অনেকেই তাদের বক্তব্যে এসব অভিযোগ ও আশঙ্কা প্রকাশ করেছেন।
প্রার্থীদের বক্তব্যে উঠে আসা অভিযোগ ও আশংকা শুনে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন নির্বাচন কমিশন। একই সাথে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগীতাও কামনা করেছেন কমিশন। তবে প্রার্থীরা একে অন্যের প্রতি উত্থাপিত অভিযোগ ও আশঙ্কার পাশাপাশি সুন্দর পরিবেশ নিশ্চিতে সহযোগীতা প্রদান সহ সুষ্ঠু নির্বাচন সম্পন্নে বিধি বিধান সম্পূর্ণ মেনে চলার অঙ্গিকারও ব্যক্ত করেন।
সভায় উম্মুক্ত আলোচনা পর্বে লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতিকের গোলাম ফারুক পিংকুর অভিযোগ ট্রাক প্রতিকের প্রার্থীর সমর্থকরা তার প্রচারে বাধা ও হুমকী দিচ্ছে।
এদিকে তার অভিযোগ অস্বীকার করে প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তার বলেন, প্রচারণার শুরু জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার জনসংযোগে অংশ নিয়েছে। কিন্তু ভোটারদের আতঙ্কিত করতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা ককটেল বিষ্ফোরণ ঘটায়।
একই আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী রাকিব হোসেন আশংকা প্রকাশ করেন।
প্রসঙ্গত: এবারের নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি,জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র সহ মোট ২৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।