জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ November 1st, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 39548 বার
বিজয়ের আলো ডেস্কঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী মিয়া মো. গোলাম ফারুক পিংকু।
বুধবার বেলা ১১টায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সভাপতি ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য প্রার্থী মিয়া মো. গোলাম ফারুক পিংকু।
সংসদ সদস্য পদপ্রার্থী মিয়া মো. গোলাম ফারুক পিংকু বলেন- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও পিছিয়ে পড়া জনপদ চন্দ্রগঞ্জের উন্নয়নে নৌকা প্রতিকে ভোট দিতে হবে। দলমত নির্বিশেষে ৫ নভেম্বর ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে দেশের উন্নয়নের জন্য কাজ করেন। এসময় তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে অতীতের ন্যায় জনগণের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবদুর নুর, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, অহিদ মিয়া, মনির হোসাইন, মহিউদ্দিন লিটন, ইব্রাহিম খলিল মঞ্জু, দৈনিক সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান মনজু, সাংবাদিক মোহাম্মদ হাসান ও দৈনিক শেয়ার বিজ জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর২৪ সহ-সম্পাদক জুনায়েদ আহম্মেদ উপস্থিত ছিলেন।
এসময় জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এম ছাবির আহমেদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply