জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ September 27th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 28633 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী মো. আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ টি রিভলবার ও ১ টি এলজি উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঢাকাইয়া আকবরের বিরুদ্ধে বিভিন্ন ভবন মালিককে ফোন করে চাঁদা দাবির অভিযোগ আসে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ। এর আগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলী আকবর চট্রগ্রামের বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী গ্রামের মো: মঞ্জুর মিয়ার ছেলে।
পুলিশ সুপার জানান, শিবির ক্যাডার সাজ্জাদ ভারতে বসে চট্টগ্রামের ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে চাঁদাবাজি করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এক্ষেত্রে ঢাকাইয়া আকবর সেকেন্ড ইন হিসেবে কাজ করছিল। সবশেষ বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় দুবছর কারাভোগ করে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর আকবর জামিনে বের হন। এরপর আবারও মানুষজনের কাছে ফোন করে চাঁদা দাবি করে আসছিলেন তিনি।
তিনি বলেন, ঢাকাইয়া আকবরের বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হবে।
Leave a Reply