জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ September 13th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 28697 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মঞ্জু ও বিপ্লব হোসেন নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জু তেয়াওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানা যায়নি। অপর নিহত বিপ্লব একই ইউনিয়নের শহর কসবা গ্রামের নেছার আহম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় মঞ্জু তার অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যায়। অসাবধানতাবশত ব্যাটারি চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার শ্যালক বিপ্লবও বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের দালাল বাজার এলাকায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাবিহা সুলতানা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাবিহা দালাল বাজার এলাকার মো. সুজনের মেয়ে। ঘটনার সময় সাবিহা ঘরের সামনেই খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে ডুবে যায়। পরে সাবিহাকে পুকুর থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। পুকুরের পানিতে পড়ে একশিশুসহ তিন জনকে মৃত অবস্থায় পেয়েছি৷ তাদের চিকিৎসার সুযোগ পাইনি। পরে মরদেহগুলো স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
Leave a Reply