জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ September 6th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 24675 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি : জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পূজা উদযাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণ এসে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন সম্প্রদায়ের নারী পুরুষরা বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
এরআগে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি বাদল মজুমদার বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তহিদুল ইসলাম ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারন সম্পাদক বাবু জয় দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম মজুমদার। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি বাবু সমীর কর্মকার,বাংলাদেশ যুব ঐক্য পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি বাবু বিজয় চক্রবর্তী, প্রমুখ।
বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা মহা আনন্দে এ উৎসব পালন করে থাকেন। ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশ ও জাতির মঙ্গল কামনার্থে সকল ধর্মের মানুষকে নিজ নিজ ধর্ম ও জীবন দর্শনের চর্চা আয়ত্ব করার প্রয়োজন। তাতে আমাদের মনের গভীরে জমে থাকা হিংসা, লোভ, অসততা দূর করে একজন পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করবে।
Leave a Reply