লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের জকসিন বাজারে ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে আগুন লাগে। দুপুর পৌনে ১ টার দিকে ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও এখন বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

আগুনে ১০-১২ টি মুদি দোকান এবং দোকানে থাকা মালামাল পুড়ে যায়। এতে ১০ কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা করছে ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, জকসিন মাছ বাজার সংলগ্ন একটি চা দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনে সূত্রপাত হতে পারে। তাদের অভিযোগ, ফায়ারসার্ভিস কর্মীরা দেরীতে আসায় আগুন ভয়াবহ আকার ধারণ করেছে।
জকসিন বাজার কমিটির কোষাধ্যক্ষ আবদুল মাহবুত শিমুল বলেন, আগুন লাগার পর ফায়ারসার্ভিস কর্মীরা প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে আসে। ফায়ারসার্ভিস দ্রুত আসলে আগুনের ভয়াবহতা কমতো।

তিনি বলেন, আগুনে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আমাদের ধারণা ১০ কোটি টাকার উপরে মালমাল পুড়ে গেছে। প্রশাসন যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগীতা করে আমরা সে দাবি জানাই।

ঘটনাস্থল পরিদর্শন করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন বলেন, আমরা আগুনের খবর পাওয়ার সাথে সাথে ফায়ারসার্ভিসকে নক দিই। সাথে সাথেই ফায়ারসার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দেরীতে আসার অভিযোগটি সঠিক নয়।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদরে তালিকা করা হবে।

লক্ষ্মীপুর ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, দুপুর পৌণে ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে হয়। আগুনে ৩-৪ টি দোকান পুরোপুরি ভষ্মিভূত হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্নয় করা হয়নি।