জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ July 14th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 21315 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে ভবানীগঞ্জ হাইস্কুল ভবন সুপার মার্কেট প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান জনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি।
সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন- সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাশেম আহমেদ রুপম, বিশেষ বক্তা ছিলেন- সদস্য সচিব রেজাউল করিম রিয়ান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিপন, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুক্তার শাহ্ প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে সারাদেশে সদস্য সংগ্রহ চলছে। আগামি সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সে লক্ষ্যে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Leave a Reply